পদ্মা সেতুর কারণে যেসব সুবিধা পাবে পশ্চিমবঙ্গ

পদ্মা সেতুর কারণে যেসব সুবিধা পাবে পশ্চিমবঙ্গ

Sonali News    ০১:১৯ পিএম, ২০২২-০৬-২৫    116


পদ্মা সেতুর কারণে যেসব সুবিধা পাবে পশ্চিমবঙ্গ

ডেস্ক রিপোর্ট :উদ্‌বোধন হয়ে গেলো স্বপ্নের পদ্মা সেতুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্‌বোধন করেন। আর, এর মধ্য দিয়েই রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সেতুবন্ধন রচিত হলো।মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর আজ দুপুর ১২টার দিকে উদ্‌বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্‌বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্‌বোধনের আগে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধনের পরপরই ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পদ্মা সেতু উদ্‌বোধনের উন্মাদনা বাংলাদেশ ছাপিয়ে ছুঁয়ে গেছে পশ্চিমবঙ্গেও। পদ্মা সেতু চালু হওয়া মানেই দুদেশের সম্পর্কে নতুন মাত্রা। সেতু চালু মানেই দুদেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসার ইঙ্গিত। পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহল এখন মুখিয়ে আছেন পদ্মা সেতু হয়ে কবে থেকে বাংলাদেশি পর্যটকের ঢল পশ্চিমবঙ্গে ঢুকবে। বাংলাদেশি পর্যটক কলকাতা ও পশ্চিমবঙ্গে আসা মানেই কলকাতার ব্যবসায়ীদের কাছে লক্ষীলাভ। বিশেষ করে কলকাতার নিউমার্কেট এলাকার বড় অংশের ব্যবসায়ীরা সারা বছরই বাংলাদেশি পর্যটকদের আশায় পথ চেয়ে থাকেন। একইভাবে কলকাতার অনেক বেসরকারি হাসপাতালে আসেন বাংলাদেশি রোগী। ফলে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীমহল পদ্মা সেতুকে ঘিরে স্বপ্নের জাল বুনছেন। এদিন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস এবং কলকাতা পৌরসভার উদ্যোগে কলকাতা শহরের মোট আটটি জায়গায় জায়ান্ট স্ক্রিনে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠার দেখানো হয়। যার মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো- কলকাতার পার্ক সার্কাস ৭ নম্বর পয়েন্ট ক্রসিং, ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক নম্বর গেটের সামনে, ধর্মতলার ভিক্টোরিয়া ওয়াই চ্যানেলের সামনে এবং এলিগন রোডে। কলকাতার অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে পদ্মা সেতু উদ্বোধনের দৃশ্য এদিন সকাল ৯ টা থেকে সরাসরি দেখানো হয় বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম প্রেস সচিব রঞ্জন সেন বলেন, ‘পদ্মা সেতু উদ্‌বোধনের ক্ষেত্রে কলকাতা শহরে জায়ান্ট স্ক্রিন ও প্রচারের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম যথেষ্ট উচ্ছাস দেখিয়েছেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। স্বাভাবিকভাবেই পদ্মা সেতুর এহেন প্রচার প্রসার কলকাতার বুকে হওয়ায় খুশি পশ্চিমবঙ্গবাসী। খুশী কলকাতার ব্যবসায়ীমহলও।’ পদ্মা সেতু চালু হওয়ায় কী কী সুবিধা পাবে পশ্চিমবঙ্গ? ১। কলকাতা থেকে ঢাকা যাওয়ার ক্ষেত্রে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় কমে আসবে। ২। পদ্মা সেতু চালু হওয়ায় যাতায়াতের সুবিধার কারণে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ তথা ভারতে বাড়বে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। ৩। বাংলাদেশি পর্যটক কলকাতায় আসা মানেই মুখের হাসি চওড়া হবে কলকাতার ব্যবসায়ী মহলের। ৪। পদ্মা সেতু চালু হওয়ায় বাংলাদেশ থেকে রোগী আসার প্রবণতা বাড়বে। কারণ, ফেরি পারাপারের ঝুকি না থাকায় অনায়াসেই রোগীরা ঢাকা থেকে সড়কপথে কলকাতায় আসতে পারবেন। ৫। পদ্মা সেতু দিয়ে বেশি বাংলাদেশি পর্যটক আসলে পশ্চিমবঙ্গে পর্যটন ব্যবসারও সমৃদ্ধি ঘটবে। ৬। শুধুমাত্র পদ্মা সেতু দেখার জন্যই আগামী বেশ কয়েকবছর ধরে সড়কপথে বাড়বে পর্যটকদের সংখ্যা। এর ফলে পশ্চিমবঙ্গের বনগা থেকে কলকাতা পর্যন্ত বাংলাদেশি পর্যটকের ভীড় বাড়লে ব্যবসায়ী ও যাত্রী পরিবহন সংস্থাগুলোর সুদিন ফিরবে। ৭। পদ্মা সেতু চালু হলে পণ্য পরিবহনের ক্ষেত্রেও গতি আসবে। সেক্ষেত্রে ভারত থেকে বেশি পরিমান পণ্য অল্প সময়ে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। ফলে সব মিলিয়ে পদ্মা সেতু দুদেশের মধ্যে যে নয়া দিগন্তের উন্মোচন ঘটাবে। আর পদ্মা সেতু পার হয়ে বাংলাদেশিরা ভারতে তথা পশ্চিমবঙ্গে আরও বেশি করে আসুন সেই প্রত্যাশায় গোটা পশ্চিমবঙ্গবাসী। পদ্মা সেতু চালু হওয়ায় আশায় বুক বেঁধেছেন কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরাও। ‘মিনি বাংলাদেশ’ বলে খ্যাত নিউমার্কেটে বাংলাদেশি পর্যটকের ঢল নামবে। খুব কম সময়ে তারা দুই বাংলার মধ্যে যাতায়াত করতে পারবেন। স্বাভাবিকভাবেই কেনাকাটাও বাড়বে, আখেরে লাভ হবে নিউমার্কেটের ব্যবসায়ীদের। নিউমার্কেটের ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, ‘সেতু চালু হওয়ায় খুব সুবিধা হবে। এখন ফেরি দিয়ে আসতে ২-৩ ঘন্টা সময় বেশি লাগছে, যাত্রীদের অনেক কষ্ট হচ্ছে। এমনিতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুবই ভালো। কিন্তু আসা-যাওয়ার সুবিধা হলে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এর ফলে আরো বেশি সংখ্যায় বাংলাদেশ থেকে পর্যটক এপারে আসতে পারবেন। আমরা অপেক্ষায় আছি যদি এটি হয় তবে আমাদের ব্যবসা বৃদ্ধি হবে।’ কলকাতার নিউমার্কেটের অপর এক ব্যাবসায়ী অরিন্দম হাজরা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় বর্তমানে যা গ্রাহক আছে তার থেকে সেই গ্রাহকের সংখ্যা দ্বিগুন বেড়ে যাবে। করোনা মহামারির কারণে তুলনামূলকভাবে গ্রাহকের (কাস্টমার) সংখ্যা এখন অনেকটাই কম, যদিও ধীরে ধীরে সেই সংখ্যা বাড়ছে। আমরা আশা করি পদ্মা সেতু চালু হওয়ায় দুদেশের যাতায়াতের রাস্তা মসৃণ হবে, গ্রাহকও বাড়বে। এটা আমাদের নিউমার্কেটের জন্য, কলকাতার জন্য কিংবা আমাদের ভারতের জন্য খুবই ভাল খবর। পদ্মা সেতুর জন্য আমরা খুব আনন্দিত ও গর্বিত।’

রিলেটেড নিউজ

গতবার নিয়েছিলেন ৩৫০ কোটি, এবার কত?

গতবার নিয়েছিলেন ৩৫০ কোটি, এবার কত?

Sonali News

ডেস্ক রিপোর্ট : ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ ঘিরে উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। আর ক’দিন ... বিস্তারিত

জাজিরা প্রান্তেও পদ্মা সেতুর ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাজিরা প্রান্তেও পদ্মা সেতুর ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Sonali News

ডেস্ক রিপোর্ট :পদ্মা সেতু পার হয়ে জাজিরা প্রান্তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ... বিস্তারিত

পদ্মা সেতু পার হচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু পার হচ্ছেন প্রধানমন্ত্রী

Sonali News

রিদওয়ানা রাহমান এর ডেস্ক রিপোর্ট :প্রথম টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ ... বিস্তারিত

স্বপ্নের উন্মোচন : উদ্বোধন হলো পদ্মা সেতুর

স্বপ্নের উন্মোচন : উদ্বোধন হলো পদ্মা সেতুর

Sonali News

রিদওয়ানা রাহমান এর ডেস্ক রিপোর্ট :উদ্‌বোধন করা হলো স্বপ্নের পদ্মা সেতুর। প্রধানমন্ত্রী শেখ ... বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে যোগ দিতে জনতার ঢল

পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে যোগ দিতে জনতার ঢল

Sonali News

রিদওয়ানা রাহমান এর ডেস্ক রিপোর্ট :পদ্মা সেতু উদ্‌বোধন উপলক্ষ্যে আজ শনিবার দুপুর ১২টায় ... বিস্তারিত

প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, বাঙালি বীরের জাতি: ওবায়দুল

প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, বাঙালি বীরের জাতি: ওবায়দুল

Sonali News

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্প থেকে দাতা সংস্থাগুলো সরে গিয়ে ... বিস্তারিত

সর্বশেষ

'বিদেশ' নাটক অবৈধভাবে মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি করবে - আকবর হায়দার মুন্না

'বিদেশ' নাটক অবৈধভাবে মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি করবে - আকবর হায়দার মুন্না

Sonali News

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশের অনেক মানুষ ভাগ্য পরিবর্তনে পাড়ি জমিয়েছেন। তবে ভাগ্য ... বিস্তারিত

মহান স্বাধীনতা দিবসে এমবি গ্রামার স্কুলে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মহান স্বাধীনতা দিবসে এমবি গ্রামার স্কুলে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Sonali News

মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম নগরীর অন্যতম বিদ্যাপীঠ এমবি গ্রামার স্কুলে আয়োজন করা হয় ... বিস্তারিত

একচেটিয়া বিদেশি তামাকের বাজার প্রতিরোধে প্রতিযোগিতা আইনের বাস্তবায়ন দাবী

একচেটিয়া বিদেশি তামাকের বাজার প্রতিরোধে প্রতিযোগিতা আইনের বাস্তবায়ন দাবী

Sonali News

একচেটিয়া বিদেশি তামাকের বাজার প্রতিরোধে প্রতিযোগিতা আইনের বাস্তবায়ন দাবী প্রকাশঃ ... বিস্তারিত

একচেটিয়া বিদেশি তামাকের বাজার হটিয়ে দেশি তামাক শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

একচেটিয়া বিদেশি তামাকের বাজার হটিয়ে দেশি তামাক শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Sonali News

দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা ও নিম্নস্তরে শুধুমাত্র দেশীয় কোম্পানীর দেশীয় সিগারেটের ... বিস্তারিত