ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ থেকে CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের জন্য অনুদান প্রদান
Sonali News
০৭:৪৪ পিএম, ২০২২-০৫-২১
160
ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ থেকে CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের জন্য অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এম এ মালেক
*** মোবারক হোসেন ভূঁইয়া ***
ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ থেকে CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের জন্য ১ কোটি টাকা অনুদান প্রদান করা হবে। ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেন্ডেস আজ ২১ মে ইনার হুইল কর্তৃক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা প্রদান করেন। CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট ভবনে ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর নামে একটি ফ্লোরের নামকরণ করা হবে। ***
এ উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারীতে এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ
তাহের খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান
এম এ মালেক। ***
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান মিসেস এঞ্জেলা বৈশাখী মেন্ডেস, প্রাক্তন ইন্টারন্যাশনাল ইনার হুইল বোর্ড ডাইরেক্টর ও লিটল জুয়েলস স্কুলের প্রতিষ্ঠাতা দিলরুবা আহমেদ, ইনার হুইল ডিষ্ট্রিক্ট-৩৪৫ এর ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ মোহসেনা রেজা। ***
সভায় আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইনার হুইল ক্লাব অব সী কুইন প্রাক্তন প্রেসিডেন্ট সৈয়দা জিনাত আরা নিপুন, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ফাতেমা ইসলাম লিজা, ইনার হুইল ক্লাব অব চিটাগাং এর সেক্রেটারী রেবেকা নাসরিন। ***
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব চিটাগং ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর প্রেসিডেন্ট ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর।
অনুষ্ঠানে CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সার্বিক কার্যক্রমের উপরে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শেফাতুজ্জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ইনার হুইল ক্লাব নেতৃবৃন্দকে এ ধরনের একটি মহৎ কাজে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাকা সহ সারা দেশ থেকে ইনার হুইল নেতৃবৃন্দ অত্যন্ত কষ্ট স্বীকার করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। এজন্য তিনি ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। ***
তিনি বলেন, চট্টগ্রামে ক্যান্সার রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবার ব্যবস্থা নেই। আংশিক চিকিৎসা শেষে রোগীদেরকে রেডিওথেরাপির জন্য ঢাকায় যেতে হয়। ক্যান্সার রোগীদের এই দুর্দশার বিষয়টি চিন্তা করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষ সহযোগীতা নিয়ে এগিয়ে এসেছে। আজকে ইনার হুইল নেতৃবৃন্দ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। তিনি ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। ***
বিশেষ অতিথি দিলরুবা আহমেদ বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে ইনার হুইল ক্লাব সমূহ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে আসছেন। হাসপাতালের মাতৃমঙ্গল ইনার হুইল ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে অবস এন্ড গাইনী বিভাগ হিসেবে পরিচালিত হচ্ছে। তিনি ইনার হুইলের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালের জন্য পর্যায়ক্রমে আরো সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
*** কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ ইনার হুইল নেতৃবৃন্দকে এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
*** অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, মেম্বার খায়েজ আহমেদ ভ’ঁইয়া, ডাঃ ফজল করিম বাবুল, এ এস এম জাফর, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) মোঃ মনজুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী, ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর প্রাক্তন চেয়ারম্যান খালেদা আওয়াল, রোজী আহাদ, রিনা নিজাম, বোরহানা কবির প্রমুখ। এছাড়া ইনার হুইল ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর নেতৃবৃন্দ এবং ইনার হুইলের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
*** পরে ক্লাব নেতৃবৃন্দ হাসপাতালের ক্যান্সার ইউনিট পরিদর্শন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনার হুইল ক্লাব অব চিটাগাং এর সেক্রেটারী রেবেকা নাসরিন ও হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডাঃ নুজহাত শারমিন রুহি।