বিশিষ্ট লেখক, সংগঠক ও প্যারেন্টিং কোচ আজুবা পারভীনের দ্বিতীয় গ্রন্থ
চট্টগ্রামে "গোরখোদক" এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
Sonali News
১০:৩৫ পিএম, ২০২২-০৩-২৪
208
চট্টগ্রামে "গোরখোদক" এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
করোনাকালের হৃদয়স্পর্শী দশটি গল্প নিয়ে প্রকাশিত বিশিষ্ট লেখক, সংগঠক ও প্যারেন্টিং কোচ আজুবা পারভীনের দ্বিতীয় গ্রন্থ "গোরখোদক" এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামে গত ২২ মার্চ মঙ্গলবার।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত করোনা যোদ্ধা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম মানবিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ও মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ বদরুল হাসান।
বিশেষ কৃতজ্ঞতা - হৃদয়ে ৯০, চট্টগ্রাম।
সমকালীন ঘটনা নিয়ে লেখা দশটি গল্পই দশটি ভিন্ন স্বাদের যা ইতিমধ্যেই পাঠককুলের কাছে ব্যপক সমাদৃত হয়েছে। প্রতিটি গল্পেই অনন্য মাত্রায় ফুটে
উঠেছে করোনাকালের নির্মম চিত্র।
ইতিপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যমে গল্পগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলোকে এক জায়গায় এনে গ্রন্থে রূপ দেয়া হয়েছে। তার প্রথম উপন্যাস 'ধূসর আকাশ সবুজ পাখি'। এছাড়াও তিনি এ পর্যন্ত ৫টি সংকলন সম্পাদনা করেছেন। সংকলনগুলো হলো, গল্প সংকলন - আগুনের জোছনা, বিশগ সংকলন - সূচনা, রেনেসাঁ, পিদিম ও গল্প-কবিতা সংকলন - কাশফুল।
এক নজরে আজুবা পারভীন এর জীবনী
বিশিষ্ট সংগঠক ও লেখকআজুবাপারভীন এর জন্ম ১৯৭৪ সালে উত্তর বঙ্গের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। তিনি অর্থনীতিতে স্নাতক সম্মান এবং একই বিষয়ে ঢাকার ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন।
বাবা আজিজুল হক প্রকৌশলী এবং মা মোর্শেদা বেগম একজন লেখক। তাঁর দুই ভাই। এক ভাই চিকিৎসক ও আরেক ভাই প্রকৌশলী। তাঁর দুই ছেলে মেয়ে। মেয়ে নাদিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড ম্যাথ এ এবং ছেলে মাহিন ফিন্ডল্যান্ড Aalto University তে Computational Engineering এ পড়াশোনা করছে। স্বামী বিশিষ্ট সাংবাদিক সোহেল মনযুর, The Daily News Times এর সম্পাদক ও প্রকাশক।
বাবার সরকারি চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তাঁর লেখালেখি। বৈবাহিক সুত্রে ঢাকায় অবস্থান ও শিক্ষকতা শুরু করেন, পাশাপাশি শখের বসে সাংবাদিকতা আর বিভিন্ন পত্র- পত্রিকায় লেখা লেখি করেন।
"ধুসর আকাশে সবুজ পাখি " তাঁর লেখা প্রথম উপন্যাস। এছাড়াও "আগুনের জোছনা " নামে নারী লেখকদের নিয়ে একটা বই সম্পাদনা করেন। এছাড়াও সম্পাদনা করেন - বিশ শব্দের গল্প (বিশগ সংকলন -১), রেনেসাঁ (বিশগ সংকলন-২), কাশফুল (কবিতা ও গল্প সংকলন ), পিদিম (বিশগ সংকলন-৩)
২০২২ সালে অনুষ্ঠিতব্য বই মেলাকে সামনে রেখে করোনাকাল নিয়ে লেখা তার দশটি নির্বাচিত গল্প নিয়ে আইডিয়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে নতুন গল্পগ্রন্থ "গোর খোদক"। ইতিমধ্যে "রকমারী" ও সব কিছু ডট কম এ বইটির প্রি অর্ডার নেয়া শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন পত্রিকায় নিয়মিত ছোট গল্প ও প্রবন্ধ লিখছেন। নিয়মিত অংশগ্রহণ করছেন শিল্প সাহিত্য বিষয়ক বিভিন্ন টকশোতে।
তিনি একজন উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার। কাজ করছেন পজিটিভ প্যারেন্টিং নিয়ে। ঢাকার মোহাম্মদপুরে প্রতিষ্ঠা করেছেন 'সুপার কিডস ডে কেয়ার'। একজন সফল সাহিত্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের সর্ববৃহৎ গল্পের গ্রুপ 'বিশ শব্দের গল্প'। উদীয়মান লেখকদের সহযোগিতা করতে প্রতিষ্ঠা করেছেন 'বাংলাদেশ লেখক পরিবার'। আয়োজন করেছেন বেশ কয়েকটি কর্মশালা।
এছাড়াও তিনি বেশ কিছু সাহিত্য বিষয়ক ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন। তার মধ্যে উল্লেখযোগ্য - চার লাইন কবিতা, উঠোন, বিশ শব্দের কবিতা, চেতনা, টাপুর টুপুর, সব কিছু ডট কম। এই গুণী লেখক আজীবন সাহিত্য আর মানবতার কল্যাণে কাজ করে যেতে চান। পথ দেখিয়ে যেতে চান সাহিত্যের জগতে নবাগতদের।