শুক্রবার, ৫ মার্চ ২০২১ ০৯:৫৯ এএম
সিকদারদেরও আছে ‘পারিবারিক’ ব্যাংক-বিমা
কথামত কাজ না করায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত এমডিকে গুলি করে হত্যার করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে সিকদার গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে। তারা হলেন- সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার।
অভিযোগে জানা যায়, বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়াকে অস্ত্রের মুখে ধরে এনে রন হক সিকদার হুমকি দেন- ‘তোর কত বড় সাহস যে আমার কথা অমান্য করিস। গুলি করে জন্মের মতো খোঁড়া করে দিব।’
শুধু তা–ই নয়, ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টাও করেন তাঁরা। চালানো হয় নির্যাতন। জোর করে সাদা কাগজে সইও নেওয়া হয়। এ ঘটনায় রাজধানীল গুলশান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রন হক সিকদার নিজেও বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালক। তার বাবা জয়নুল হক সিকদারের ব্যাংকটির পরচিালক পর্ষদের চেয়ারম্যান। সিকদার পরিবারের হাতে রয়েছে বিমাও। সিকদার ইন্সুরেন্সের মালিক হলেন জয়নুল হক সিকদার।
ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটিতে রয়েছে সিকদার পরিবারের একচ্ছত্র আধিপত্য। দেশের আইন অনুযায়ী কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য থাকতে পারেন। কিন্তু ন্যাশনাল ব্যাংকে সিকদার পরিবারের রয়েছে ছয়জন সদস্য।
তারা হলেন- জয়নুল হক সিকদার, তার স্ত্রী মনোয়ারা সিকদার, মেয়ে পারভীন হক সিকদার, দুই ছেলে রিক হক সিকদার ও রণ হক সিকদার, জয়নুল হক সিকদারের নাতি জোনাস সিকদার খান। সিকদার পরিবারের আরেকটি আর্থিক প্রতিষ্ঠান সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
এই বিমা প্রতিষ্ঠানটিরও পরিচালক পদেও রয়েছেন সিকদার পরিবারের একঝাঁক সদস্য। চেয়ারম্যান পদে রয়েছেন সিকদার পরিবারের নাসিম হক সিকদার, পরিচালক পদে রয়েছেন শহীদুল হক সিকদার। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক পদে রয়েছেন মনিকা সিকদার, মান্ডি খান সিকদার, জেফেরি খান সিকদার, জোনাস খান সিকদার, জন হক সিকদার ও সিয়ান হক সিকদার।
ফলে প্রশ্ন উঠেছে, ঋণের জন্য অন্য ব্যাংকের এমডির সঙ্গে যারা এমন কাণ্ড করেন তারা নিজেদের ব্যাংক বিমার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম করেন কিনা? ব্যাংক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, নির্মাণ, এভিয়েসনসহ বিভিন্ন খাতে সিকদার গ্রুপের বিনিয়োগ রয়েছে।
এ ছাড়া দেশের বাইরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা ও যুক্তরাষ্ট্রের সিকদার গ্রুপের ব্যবসা রয়েছে বলে গ্রুপটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। জয়নুল হক সিকদারের ছেলেরা ব্যবসায় যুক্ত, আর মেয়ে পারভিন হক সিকদার সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
সিকদার পরিবার ছাড়াও অনেক পরিবারের হাতেই ব্যাংক-বিমা আছে। তবে অন্তত তিনটি পরিবারের হাতে একাধিক ব্যাংক-বিমা রয়েছে। বাকি দুই পরিবার হলো- এস আলম পরিবার ও হাসেম পরিবার।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মোঃ সাইফুল হক খান (এজিএম) এবং মোঃ মোস্তাফিজুর রহমান (সহঃ ... বিস্তারিত
করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতাল ... বিস্তারিত
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-বিএইচবিএফসি এর চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ ... বিস্তারিত
নাবিক ইন্টারন্যাশনাল (বিডি) লিঃ এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আজ বৃহস্পতিবার গ্রুপ ... বিস্তারিত
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ... বিস্তারিত
করোনা মহামারির এই মহা সংকটকালে সরকারকে একহাজার কোটি টাকারও বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে ... বিস্তারিত
এবারের বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে সন্দ্বীপের ছয়জন লেখকের ছয়টি বই। এর মধ্যে ... বিস্তারিত
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সন্দ্বীপ দিন দিন ভ্রমন পিয়াসী পর্যটকদের কাছে হয়ে উঠছে একটি আকর্ষনীয় ... বিস্তারিত
চর হুদ্রাখালী,থাক হুদ্রাখালী,চর দীর্ঘাপাড়,থাক দীর্ঘাপাড়ের প্রকৃত ভূমির মালিকদের মাঝে নদীতে ... বিস্তারিত
সন্দ্বীপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাছুয়া ইউনিয়ন পরিষদ হতে বাংলাদেশ আওয়ামীমিলিগ থেকে নৌকা ... বিস্তারিত