রোববার বিকাল ৪টার দিকে ছাত্রদলের পদবঞ্চিত ও অবমূল্যায়িত শতাধিক নেতাকর্মী বিক্ষোভের এক পর্যায়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ের ৩টার পরে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এক পর্যায়ে তারা বিএনপি কার্যালয়ের সামনের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ভাংচুর শুরু করে।
এরপর কার্যালয়ের সামনে রাখা তিনটি মোটরসাইকেল ও একটি ভ্যান গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। পরে ভবনের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকেও ভাংচুর চালায় বিক্ষুব্ধরা। প্রায় আধাঘণ্টা এ ভাংচুর চলে।
বিকাল সোয়া ৪টার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ঘটনার সত্যতা স্বীকার করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited