:: আব্দুর রহিম রাহাত ::
বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বপ্নমময়ী তরুণদের সংগঠন, তারুণ্যের কন্ঠস্বর, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সাহিত্য ও নেতৃত্ববিষয়ক সংগঠন ভয়েস অব ইয়ুথ পার্লামেন্ট এর উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য কবি মামুন মুনতাসির, সিনিয়র সদস্য জাহেদুল ইসলাম, রিফাত হামজা, এম শফিকুল ইসলাম, এএসএম রবিউল হাসান, শাফিউল্লাহ্ ফয়েজ, মোকতাদির রহমান, আবদুর রহিম রাহাত ও ইমন তাহসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited