:: মহিউদ্দিন টিপু ::
দূর্যেোগ আর অসহনীয়তা যেন পিঁছু ছাড়ছে না সাগর কন্যা সন্দ্বীপের সাধারণ মানুষের। এ যেন এক বিভীষিকাময় জনপদের নাম। মানুষের আর্তনাদ !
ঘড়ির কাঁটা ভোর ছয়টা, পূর্ব আকাশে সূর্যের দেখা নেই। সন্দ্বীপের মানুষের যাতায়াতের প্রধান রুট কুুমিরা ঘাটে হাজির হন মোঃ রফিক। নাঢ়ীর টানে যেতে হবে গ্রামে কাছের নিকট আত্বীয়কে চীর বিদায় জানাতে হবে। দীর্ঘ দু’ঘন্টা দাঁড়িয়ে ঘাট কর্তৃপক্ষের কোন প্রতিনিধির হদিস মিলল না। উপায়ান্তর না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে দিকবিদিক ছিঁটাছুটি করতে থাকেন রফিক।
এসময় ঘাট কতৃপক্ষের প্রতিনিধি আলমগীর জানালেন ঘন কুয়াশা স্পিড বোট কখন ছাড়বে তার কোন নিশ্চয়তা নেই। স্পিড বোট চালক সুমনের সাথে কথা বলে স্পিড বোট না ছাড়ার মূল কারণ জানা গেল। ঘনকুয়াশায় স্পিড বোট ছাড়লে জ্বালানী (তৈল) বেশি খরচ হবে।
সরজমিনে ঘুরে সন্দ্বীপমুখী যাত্রীদের আহাজারি শুনে মনে হল সন্দ্বীপের অসহায় মানুষ গুলো নানা অজুহাতে মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited