সাইনবোর্ডে বাংলা না লেখায় রাজধানীতে ১৮টি প্রতিষ্ঠানকে জরিমারা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। গুলশান-২ এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। প্রত্যেক প্রতিষ্ঠানকে এ সময় ১০ হাজার করে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইসলাম ফার্মা, বাটা, অপ্পো, ল্যান্ডভিউ, ফটো স্টুডিও, ফ্লোরা লিমিটেড, ইমেজ লাইটিং, সনি র্যাং গস, বহেরা, ল্যান্ডমার্ক, ডাটা ফটোকপি, ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ, আসলাম লাইটিংস, আই কেয়ার, ইউ এস বাংলা এয়ারলাইন্স, ব্রেড এন্ড বিয়ন্ড,টপটেন এবং স্যামসাং।
উল্লেখ্য, এক রিট পিটিশনের আদেশে হাইকোর্ট বিভাগ -সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করে আদেশ দেয়। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব ডিএনসিসি কর্তৃপক্ষকে দেয়া হয়।
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited