:: রফিকুল হাসান শাহরিয়ার, মেনচেষ্টার, লন্ডন থেকে ::
“দীনকে শিখার জন্য, বুঝার জন্য” যিনি একটু সময় পেলে নিজেকে আল্লাহের রাস্তায় নিয়োজিত করেন তিনি হলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম সুদর্শন নায়ক বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল।
গত ৫ ফেব্রুয়ারি মেনচেষটার জামিয়া মসজিদে পূর্ব নির্ধারিত একটি ইসলামিক আলোচনায় অংশ গ্রহণ করেন। এতে মেনচেষটার এর আশেপাশের বিভিন্ন শহর থেকে অনেক বাংলাদেশী অংশগ্রহণ করেন। মুফতি ওসামা ইসলাম যিনি ঢাকার সেলিব্রিটি লোকজনদের অতি পছন্দের বক্তা তিনি এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন।
অনন্ত জলিল উপস্থিত তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, বৃদ্ধ বয়সে নামাজ, রোজা এবং আললাহের ইবাদত করব এই আশা না থেকে এখন থেকে এই কাজগুলো আরম্ভ করা উচিত্ এই বলে তাগিদ দেন যাহা তিনি শুরু করে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, জাকাত, ইত্যাদি কিভাবে সহি ঈমানের সাথে আমাদের জীবনে পরিপূর্ণ ভাবে আমল করা যায় তার উপরে সুন্দর বয়ান রাখেন মুফতি ওসামা । আললাহ পাক বেশি বেশি করে আমাদের কে দীন ইসলামের কাজে জড়িত হওয়ার তওফিক দিন।
মাহী মাসুম, chanel I Europe অনুষ্ঠান টি টিভি এবং মিডিয়া কভারেজ করেন। JOYTOON FOODS AND CATERING অনুষ্ঠান শেষে সবার জন্যে ফুড পরিবেশন করেন।
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited