বেসরকারি খাতের আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ এবং পরিচালক ফাহিমুল হক পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
ব্যাংকটির বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৬৫ কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি। এই ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের এই তিন সদস্য।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পদত্যাগের বিষয়টি জানানো হয়। এর আগে দিনের শুরুতে পরিচালনা পর্যদের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন চেয়ারম্যানসহ তিন সদস্য। পরে সভায় সর্বসম্মতিক্রমে পদত্যাগপত্রগুলো গৃহীত হয়।
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited