মো: শওকত হোসেন (শ্যামল)
পিতা : আলহাজ্ব মাষ্টার মোয়াজ্জেম হোসেন
মাতার নাম : রেহানা বেগম
স্ত্রীর নাম : ফৌজিয়া ইয়াসমীন (লুনা), এমএসএস (রাজনীতি), এভিপি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স (কো:) লি:
সন্তানদের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি : কন্যা- আফরা আনজুম হোসেন। বয়স- ৬৮, প্রথম শ্রেণী।
জন্মস্থান : সন্তোষপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা : বাসা নং- ৫৬, রোড নং- ০৪, তমজু মিঞা ভবন, হিলভিউ আ/এ, ও আর নিজাম রোড, চট্টগ্রাম।
কর্মস্থলের ঠিকানা : ম্যানেজার (বানিজ্যিক), মিথুন নিটিং এন্ড ডাই (সিইপিজেড) লি:, সিইপিজেড, চট্টগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা : বিএসএস (অনার্স), এমএসএস (রাজনীতি বিজ্ঞান), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ফোন নং- ০১৭১২-২১৬৬০৯
ই-মেইল :showkatmkdl@gmail.com
সামাজিক কর্মকান্ড :
আজীবন সদস্য- সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রাম।
উপদেষ্টা- মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন।
সদস্য- আহসান জামীল টেকনিক্যাল সেন্টার (AJTC) সন্দ্বীপ।
লাইফ মেম্বার : সোনালী মিডিয়া এন্ড পাবলিকেশন্স।
বিদেশ ভ্রমন : থাইল্যান্ড।
শখ : সামাজিক কর্মকান্ডে সহায়তা।
প্রিয় ব্যক্তিত্ব : হযরত মুহাম্মদ (স:) ও আমার শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মাষ্টার মোয়াজ্জেম হোসেন।
প্রিয় বাক্য : পরিশ্রম ও মেধা সফলতার চাবিকাঠি।
প্রিয় খাবার : দেশীয় সব খাবার, গরুর মাংস।
প্রিয় রং : নীল, কাল।
জীবনের উল্লেখযোগ্য ঘটনা : ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলংকরী জলোচ্ছাসে আমাদের বাড়ীর নিজ আত্মীয় স্বজন ২৯ জন মারা যাওয়া এবং ভাগ্যক্রমে আমার মাকে নিয়ে আমরা দুই ভাই জলোচ্ছাসের সাথে সংগ্রাম করে বেঁচে যাওয়া।
সোনালী সন্দ্বীপ সম্পর্কে মন্তব্য : অনেক দিন থেকে সোনালী সন্দ্বীপের পাঠক, পত্রিকাটি পড়ার সময় সন্দ্বীপের স্মৃতিগুলো মনে পড়ে এবং ভাল লাগে।
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited