এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে সবুজ (৩৮) ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রয়ণ প্রকল্প আদর্শ গ্রামে ওই বৃদ্ধ তার ঘরের সামনে সবজি আবাদ করেন। এতে একই প্রকল্পের বাসিন্দা সবুজ ক্ষুব্ধ হন। সোমবার দুপুরে তিনি বৃদ্ধাকে ঘর থেকে টেনেহেঁচড়ে বের করে পরনের শাড়ি খুলে তাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
ঘটনাটি এলাকার অনেকেই দেখলেও কেউ প্রতিবাদ করেনি। পরে নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই ঘটনায় বৃদ্ধার ছেলে পুলিশের আদর্শ গ্রাম তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, রাতে ওই বৃদ্ধার ছেলে লিখিত অভিযোগ করে। এরপরই সবুজ ও তার স্ত্রীকে আটক করা হয়।
Copyright © sonalinews24.com
Developed By: Muktodhara Technology Limited